Last Updated: Friday, November 2, 2012, 22:43
টেলিফোনের তার চুরি যাওয়ায় ১৮ ঘণ্টা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়ল দমকল। ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরে দিনভর কাজ করল না কোনও টেলিফোন। ফোন খারাপ থাকায় সময়মতো খবর না পেয়ে মল্লিকবাজারে আগুন নেভাতে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন দমকলকর্মীরা। ফোনের তার কাটা যাওয়ার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। রাত নটার পর স্বাভাবিক হয় দমকলের হটলাইন একশো এক।