Last Updated: Sunday, March 2, 2014, 15:52
হাইওয়ে ছিনতাই নতুন গ্যাংয়ের খোঁজ পেল বর্ধমান পুলিস। গতকাল গভীর রাতে একটা গোটা লরি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে এক তরুণী সহ সাত জন। পুলিস জানিয়েছে, গভীর রাতে হাইওয়েতো লিফট্ নেওয়ার ছলে দাঁড়িয়ে থাকতেন ওই তরুণী। জিনস্, টি-শার্ট পরা ওই তরুণীকে দেখে কোনও গাড়ি চালক লিফট্ দিতে এলেই লুঠপাট চালাত তরুণীর লুকিয়ে থাকা পুরুষ সঙ্গীরা।