Last Updated: Sunday, June 2, 2013, 10:39
হাওড়া উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। হতে পারে একটা উপনির্বাচন, কিন্তু এই নির্বাচনটা অগ্নিপরীক্ষা মমতা ব্যানার্জির কাছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলা এই ভোটগ্রহণে ঘটছে নানা ঘটনা। অভিযোগ, পাল্টা অভিযোগে চলছে ভোট। নানা ঘটনাগুলোই এই টাইম লাইনে লেখা হল।