Last Updated: Thursday, November 14, 2013, 19:59
ট্রেনের ধাক্কায় পাঁচটি হাতির মৃত্যু। জখম আরও একটি। তার অবস্থা আশঙ্কাজনক। গোটা বিষয়টি তদন্ত করার জন্য রেল তিন সদস্যের কমিটি তৈরি করেছে বলে জানিয়েছেন আলিপুর ডিএমআরও। বুধবার বিকেল পাঁচটা নাগাদ চালসা জঙ্গলে জলঢাকা রেলব্রিজে একটি হাতির পালকে ধাক্কা মারে কামাখ্যাগামী কবিগুরু এক্সপ্রেস।