Last Updated: Thursday, September 12, 2013, 15:32
হাসনাবাদে সিপিআইএমের পঞ্চায়েত সমিতির সভাপতি খুনের ঘটনায় ধৃত ৩। ধৃতদের মধ্যে ১জন তৃণমূলকর্মী৷ তাঁর নাম শেখ মণিরুল৷ হাসনাবাদের মুরারিসা চৌমাথা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, শেখ মণিরুলের ভেড়িতে খালের জল ঢোকা বন্ধ করে দেওয়াতেই বিবাদের সূত্রপাত।