Last Updated: Sunday, March 24, 2013, 12:31
আর মাত্র দুটো দিন। তারপরই বসন্ত উত্সব। উন্মত্ত রঙ খেলা। কিন্তু প্রতিবারই খেলতে যাওয়ার আগে চিন্তা থাকে কোন পোশাকে খেলবেন হোলি। টিভি, সিনেমা দেখে অনেকেরই মনে সাধ জাগে সাদা পোশাকে দোল খেলতে। কিন্তু অনেক সময়ই সেটা হয়ে ওঠে না। আবার অনেক সময় ভাল পোশাকে রং লেগে গিয়ে হোলির পর হয় দেদার মন খারাপ। এরপরতো আবার রয়েছেই হোলির পার্টির সাজগোজ।