Last Updated: March 26, 2013 17:50

বেশ কিছুদিন ধরেই জলকষ্টে ভুগছে মহারাষ্ট্র। সেই কারণে এবছর হোলি না খেলার সিদ্ধান্ত নিলেন হৃতিক রোশন।
সূত্রে খবর, মহারাষ্ট্রে যাঁরা বহুদিন ধরে প্রবল জলকষ্টে ভুগছেন তাঁদের কথা মাথায় রেখে এবছর হোলি খেলা থেকে বিরত থাকতে চেয়েছেন হৃতিক। শুধুমাত্র আবিরের শগুন টিকা লাগিয়েই হোলি পালন করবেন হৃতিক। আবির দিয়ে বেশি খেলবেন না হৃতিক। কারঁ আবির ধুতেও অনেক জল খরচ হয়।
হৃতিকের সঙ্গেই হোলি খেলছেন না রোশন পরিবারের বাকি সদস্যরাও। সকালে পুজোর পর কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটিয়েই হোলির দিনটা কাটাবেন তাঁরা।
First Published: Wednesday, March 27, 2013, 15:55