অশান্ত গাজা: মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি ইজরায়েলের, নারাজ হামাস

অশান্ত গাজা: মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি ইজরায়েলের, নারাজ হামাস

অশান্ত গাজা: মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি ইজরায়েলের, নারাজ হামাস মিশরের প্রস্তাবিত যুদ্ধ বিরতিতে সম্মতি জানাল ইজরায়েল। খবরে প্রকাশিত আজ মিশরের প্রস্তাব নিয়ে আলোচনায় বসে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানেই গাজা সীমান্তে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধে আপাত বিরতিতে রাজি হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু।

ইজরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ``সরকারের তরফ থেকে আমাদের গাজা থেকে আপাতত সেনা প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু ইজরায়েলকে রক্ষা করতে হামাসের আক্রমণের জবাব দিতে আমরা তৈরি থাকব।``

যদিও এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাসের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে। সিএনএন-এর সংবাদ অনুযায়ী এক হামাস নেতা এই যুদ্ধবিরতির প্রস্তাবকে `তামাশা` আখ্যা দিয়েছেন।

এর আগে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম জানিয়েছিলেন ``কোনও রকম রাজনৈতিক চুক্তি ব্যতিত যুদ্ধবিরতির প্রস্তাব অর্থহীন। যুদ্ধের সময়, আগে যুদ্ধ বন্ধ করে তারপর মধ্যস্থতা করা যায় না।``

হামাসের পক্ষ থেকে বরং এই যুদ্ধ বিরতিকে ইজরায়েলের আত্মসমর্পণ বলা হয়েছে। তারা স্পষ্ট হুমকি দিয়েছে যুদ্ধের তীব্রতা আরও বাড়বে।

First Published: Tuesday, July 15, 2014, 15:39


comments powered by Disqus