ভুটানের রাজপরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্যে শেষ মোদীর প্রথম বিদেশ সফর

ভুটানের রাজপরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্যে শেষ মোদীর প্রথম বিদেশ সফর

ভুটানের রাজপরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্যে শেষ মোদীর প্রথম বিদেশ সফররাজপরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্যে দিয়েই শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর। আজ ভারতের প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানায় ভুটানের রাজ পরিবার। মধ্যাহ্নভোজের ফাঁকে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেন মোদী। তার আগে ভুটান সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।

সংসদ চত্বর থেকেই শিলান্যাস করেন একটি জলবিদ্যুত্ প্রকল্পের। দুদিনের ভুটান সফরে সেদেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গেও বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ভুটানের মাটিকে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার হতে না দেওয়ার আশ্বাস আদায় করে নিয়েছেন তিনি। ভারতের আর্থিক সাহায্যে তৈরি ভুটানের সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছেন মোদী। ভুটান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

First Published: Monday, June 16, 2014, 18:09


comments powered by Disqus