Last Updated: Sunday, October 23, 2011, 18:38
মধুচন্দ্রিমা যাপনে ভারতে এলেন সস্ত্রীক ভুটানের রাজা। রবিবার দিল্লি এসে পৌঁছন ভুটানের রাজা জিগমে খেসর নামগিল ওয়াংচুক। সঙ্গে ছিলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী জেত্সুন পেমা। ৯ দিন তাঁরা এদেশে কাটাবেন। যাবেন রাজস্থানের জয়পুর, উদয়পুর, রণথম্বোর, যোধপুরের মতো বিভিন্ন জায়গায়।