মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে নয়া তল্লাসি শুরু অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে নয়া তল্লাসি শুরু অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে নয়া তল্লাসি শুরু অস্ট্রেলিয়ারমালয়েশিয়ার নিখোঁজ বিমান সন্ধানে নতুন উদ্যোগ। নিখোঁজ বিমান MH ৩৭০ খোঁজে ভারত মহাসাগরের আরও দক্ষিণে তল্লাসি শুরু করছে অস্ট্রেলিয়া। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হচ্ছে এই নতুন তল্লাশি।

গত আটই মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার সময় মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH থ্রি সেভেন জিরো অটোপাইলট মোডে চলছিল বলে নিশ্চিত অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। অটোপাইলট মোডে চলার অর্থ জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত একই ভাবে চলতে থাকবে বিমানটি। ভারতমহাসাগরের আরও দক্ষিণে কোনও দুর্গম এলাকায় বিমানটি ভেঙে পড়েছিল বলে মনে করছেন তল্লাশকারীরা।

First Published: Thursday, June 26, 2014, 18:40


comments powered by Disqus