ফের পাকিস্তান বিমানে হামলা, বিমানের মধ্যে চলল গুলি, হত ১

এবার পাকিস্তান বিমানে হামলা, বিমানের মধ্যে চলল গুলি, হত ১

যাত্রীবাহী বিমান অবতরণের ঠিক আগে তার ওপর গুলিবর্ষণে মৃত্যু হল এক যাত্রীর। দুই বিমানকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের পেশোয়ারের বাচা খান বিমানবন্দরে। হামলাকারীদের নিশানায় ছিল রিয়াধ থেকে সৌদি আরবগামী ফ্লাইট PK-756। বিমানটিতে মোট একশো ছিয়ানব্বই জন যাত্রী ছিলেন। অবতরণের মিনিট দুয়েক আগে আচমকা গুলিবৃষ্টি শুরু হয়। বিমানবন্দর সংলগ্ন তেহকাল এলাকা থেকে গুলি চালানো হচ্ছিল বলে মনে করা হচ্ছে। এক মহিলা যাত্রী ছাড়াও দুই বিমানকর্মী গুলিবিদ্ধ হন। পরে মৃত্যু হয় ওই মহিলা যাত্রীর। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্যাপ্টেন। বিমানটিকে তিনি কোনওমতে রানওয়েতে নামান। এর ফলে আরও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। নাশকতার পিছনে কাদের হাত রয়েছে তার খোঁজ পেতে তল্লাসি অভিযান চালানো হচ্ছে।

First Published: Wednesday, June 25, 2014, 10:22


comments powered by Disqus