Last Updated: July 12, 2014 14:49

রাজ্যে এমবিবিএসের বাতিল আসনগুলি শর্তসাপেক্ষে ফিরিয়ে দিল এম সি আই। তিন মাসের মধ্যে পরিকাঠামোর গলদ শোধরানোর শর্তে ফিরিয়ে দেওয়া হল ৬৯৫টি আসন। আজ দিল্লিতে রাজ্যের আটটি মেডিকেল কলেজের অধ্যক্ষদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নেওয়া হয়। তারপরই আসন ফেরানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এম সি আই পরিচালন সমিতির কর্তারা।
তবে তিন মাস পর ফের পরিদর্শন করা হবে। গলদ না শোধরালে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই ওইসব আসনে ভর্তি শুরুর অনুমতি মিলেছে। মেডিকেল কলেজগুলিতে পরিকাঠামোর গলদের জন্য এর আগে মোট ১২০০ আসন বাতিল করেছিল কেন্দ্র। পরে ৪০০ আসন ফিরিয়ে দেওয়া হয়। বাকি আসনগুলি নিয়ে টানাপোড়েন চলছিল। সেগুলিও কেন্দ্র ফেরানোয় অবশেষে স্বস্তি পেল রাজ্য সরকার।
First Published: Saturday, July 12, 2014, 14:49