person killed in Howrah Dumurjola

ডুমুরজলায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার ডুমুরজলায়। ডুমুরজলায় হাওড়া ইভপ্রুভমেন্ট ট্রাস্টের একটি কোয়ার্টার থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। দুর্গন্ধ পেয়ে ওই কোর্য়াটারে গিয়ে বাসিন্দারা দেখেন বিছানার উপর মশারি টাঙানো।বিছানার উপর পড়ে রয়েছে বাড়ির ছেলে সুরজিত নন্দীর নিথর দেহ। খাটের পাশে বসে রয়েছেন মা মাধবী নন্দী। সুরজিতের বাবা বেশকিছুদিন ধরেই হাসপাতালে চিকিত্‍সাধীন।

এই দৃশ্য দেখে বাসিন্দারাই চ্যাটার্জিহাট থানায় খবর দেন। এলাকাবাসীর অনুমান ছেলেকে খুন করেছেন মা। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছেন বাসিন্দারা। সুরজিত্‍ নন্দীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

First Published: Friday, July 11, 2014, 14:02


comments powered by Disqus