Last Updated: July 14, 2014 23:04
বামনগাছি কাণ্ডে ধরা পড়লেন বেলেঘাটার তৃণমূল নেতা শিশির মুখার্জি। সৌরভ চৌধুরী খুনে প্রধান অভিযুক্ত শ্যামল কর্মকারকে বেলেঘাটায় নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তিনি। পুলিস যখন বেলেঘাটার বাড়ির খোঁজ পায়, তখন শিশির শ্যামলকে সঙ্গে নিয়ে তারাপীঠে গা ঢাকা দিয়েছিলেন।
শিশির মুখার্জির পরিচয়পত্র ব্যবহার করেই শ্যামল ও তার সঙ্গী তোতা তারাপীঠের একটি হোটেলে আশ্রয় নিয়েছিল। পুলিস সূত্রে খবর, প্রথমে উত্তরবঙ্গে পালিয়েছিলেন শিশির। সেখানেও হানা দেয় পুলিস। টাকা শেষ হয়ে যাওয়ায় ফের বেলেঘাটা ফেরার চেষ্টা করছিলেন তিনি। আজ শিয়ালদা স্টেশনে পুলিস তাঁকে গ্রেফতার করে।
First Published: Monday, July 14, 2014, 23:04