Usharani mondal fup

আগাম জামিনের আবেদন প্রত্যাহার উষারানির

আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল। আজ বারাসত আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবী। প্রশ্ন উঠছে, তাহলে কেন আগাম জামিনের আবেদন করেছিলেন উষারাণী মণ্ডল ? বারোই মে লোকসভা নির্বাচনের শেষদফায়, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার ব্রাহ্মণচকে বুথমুখী ভোটারদের লক্ষ্য করে গুলি চলে। আহত হন বেশ কয়েকজন।

এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারাণি মণ্ডল ও তাঁর স্বামী হাড়োয়া ব্লক তৃণমূল সম্পাদক মৃত্যুঞ্জয় মণ্ডল সহ চল্লিশ জন। এফআইআরে সকলের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। গ্রেফতারির আশঙ্কায় জুনের প্রথম সপ্তাহে আগাম জামিনের আবেদন করেন উষারানি মণ্ডল। কিন্তু গত পাঁচই জুলাই বসিরহাট আদালতে যে চার্জশিট জমা দেয় পুলিস, তাতে নাম ছিল না উষারানি মণ্ডলের। এরপরই আজ আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন উষারানি মণ্ডল।

First Published: Monday, July 7, 2014, 21:29


comments powered by Disqus