Last Updated: Friday, February 21, 2014, 14:32
মাতৃভাষা দিবসের সকালে পদযাত্রায় সামিল হলেন বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা। গান করে গোটা আশ্রম প্রদক্ষিণ করে ছাত্রছাত্রীদের পদযাত্রা। এরপর অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করেন পড়ুয়ারা। সেখানেই অনুষ্ঠানের আয়োজন। কথায় গানে ভাষা শহিদদের স্মরণ। বিকেলে ভাষা শহিদ সদনে মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।