এবার থেকে মাউসের একটা ক্লিকেই খুলে যাবে চব্বিশ ঘন্টার খবরের দুনিয়া

এবার থেকে মাউসের একটা ক্লিকেই খুলে যাবে চব্বিশ ঘন্টার খবরের দুনিয়া

এবার থেকে মাউসের একটা ক্লিকেই খুলে যাবে চব্বিশ ঘন্টার খবরের দুনিয়াবাড়ির কম্পিউটারে কিংবা অফিসে বসে ল্যাপটপে--আজ থেকে চব্বিশ ঘন্টাই মিলবে খবর, চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের ওয়েবসাইটে। বিশ্বজুড়ে প্রায় ষাট কোটি বাঙালির সামনে এখন সুযোগ রয়েছে বাংলায় প্রতিটি মুহুর্তের খবর জানার। সঙ্গে থাকছে খবরের ভিডিও ফুটেজও। দেশের নানা প্রান্তের খবর, কলকাতায় কী হচ্ছে, প্রতিটি জেলার কোথায় কী কী ঘটছে--সবই এখন জানা যাচ্ছে এক লহমায়। ইরাক বা লিবিয়ার বর্তমান পরিস্থিতিই হোক, কিংবা খেলার দুনিয়ার হালহকিকত-- দিনের টাটকা খবর জানতে হলে চোখ রাখতেই হবে চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে একেবারে নতুন আঙ্গিকে চোখের সামনে ভেসে উঠবে খবরের দুনিয়ার ব্রেকিং নিউজগুলি। থাকছে ঘটনাবলীর চুলচেরা বিশ্লেষণ। সবকিছুই পাওয়া যাবে হাতের মুঠোয়। শুধু লগ অন করার অপেক্ষা www. 24ghanta. com-এ। এবার থেকে মাউসের একটা ক্লিকেই খুলে যাবে চব্বিশ ঘন্টার খবরের দুনিয়া। বাড়ির কম্পিউটারে কিংবা অফিসে বসে ল্যাপটপে--আজ থেকে চব্বিশ ঘন্টাই মিলবে খবর, চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের ওয়েবসাইটে। বিশ্বজুড়ে প্রায় ষাট কোটি বাঙালির সামনে এখন সুযোগ রয়েছে বাংলায় প্রতিটি মুহুর্তের খবর জানার। সঙ্গে থাকছে খবরের ভিডিও ফুটেজও। দেশের নানা প্রান্তের খবর, কলকাতায় কী হচ্ছে,
প্রতিটি জেলার কোথায় কী কী ঘটছে--সবই এখন জানা যাচ্ছে এক লহমায়। ইরাক বা লিবিয়ার বর্তমান পরিস্থিতিই হোক, কিংবা খেলার দুনিয়ার হালহকিকত-- দিনের টাটকা খবর জানতে হলে চোখ রাখতেই হবে চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের
ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে একেবারে নতুন আঙ্গিকে চোখের সামনে ভেসে উঠবে খবরের দুনিয়ার ব্রেকিং নিউজগুলি। থাকছে ঘটনাবলীর চুলচেরা বিশ্লেষণ।
সবকিছুই পাওয়া যাবে হাতের মুঠোয়। শুধু লগ অন করার অপেক্ষা www. 24ghanta. com-এ।  

First Published: Wednesday, September 28, 2011, 18:48


comments powered by Disqus