Last Updated: Wednesday, May 2, 2012, 16:57
বেঁচে থাকলে ৯২-এ পা দিতেন দীর্ঘকায়, ঋজু, রাশভারি লোকটি। তবে তাঁর ব্যারিটোন কণ্ঠে লাইট, ক্যামেরা, অ্যাকশন বলা থেমে গেছে বছর কুড়ি আগেই। তবুও আজও বাঙালি জীবনে সত্যজিৎ রায়ের উপস্থিতি দীর্ঘ ছায়ার মতো। আজ ৯১-তম জন্মদিনে তাঁকে নতুন মাধ্যমে ফিরিয়ে আনল গুপিবাঘা ডট ইনফো। তাঁর লেখা পাণ্ডুলিপি, হাতে আঁকা চরিত্রদের স্কেচ সব থাকবে এই ওয়েবসাইটে।