Last Updated: Thursday, December 19, 2013, 17:59
মেসিকে হেলায় হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি মার্কিনি ওয়েবসাইট `মিরর`-এর করা সমীক্ষা অনু্যায়ী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলিতে জনপ্রিয়তায় শীর্ষে পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। পাঁচটি নেটওয়ার্কিং সাইটে সিআর সেভেন-এর মোট ভক্তের সংখ্যা ২০ মিলিয়ন। এই এক জায়গায় অন্তত তাঁর সেরা প্রতিদ্বন্ধী লিওনেল মিসির থেকে অনেক এগিয়ে তিনি। মেসি এই তালিকায় পাঁচ নম্বরে।