Last Updated: Wednesday, July 10, 2013, 12:44
বিহার পুলিসের পরিবর্তে এবার মহাবোধি মন্দিরে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। এদিকে আজই ঘটনাস্থল পরিদর্শনে করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। প্রাথমিক তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতেই তাঁদের এই জরুরি পরিদর্শন। তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।