রাজ্যে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৪

রাজ্যে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৪

রাজ্যে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৪রাজ্যে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। পরীক্ষা দিতে যাওয়ার সময় সাইকেলের ধাক্কায় মৃত্যু হয় রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের এক ছাত্রীর। নদিয়ার ফুলিয়ায় লরির ধাক্কায় মারা গেছেন ২ বাসযাত্রী। খড়দহে ট্রাকের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু হয়েছে।

কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় রায়গঞ্জের হাসপাতাল মোড়ে দুর্ঘটনায় মৃত্যু হল টুসী দেব নামে এক ছাত্রীর। সাইকেলে করে কলেজ যাচ্ছিলেন তিনি। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা লরিটিতে ভাঙচুর চালান। অভিযোগ, লরি চালক ভেবে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা পুলিসের গাড়ির চালককে মারধর করেন।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় সকাল সাড়ে ৬টা নাগাদ উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী বাসে পিছন থেকেধাক্কা মারে পাথর বোঝাই লরি। সে সময় বাসের ২ যাত্রী তাঁদের জিনিসপত্র নামাচ্ছিলেন। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন আরও কয়েকজন।

উত্তর চব্বিশ পরগনার খড়দহের ইশ্বরীপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

First Published: Saturday, February 11, 2012, 20:10


comments powered by Disqus