Last Updated: Monday, February 24, 2014, 23:56
মারা গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রকাশ কর্মকার। বয়স হয়েছিল একাশি বছর। উনিশশো তেত্রিশ সালে কলকাতা শহরে জন্মেছিলেন। উজ্জ্বল রং এবং মোটা রেখার ব্যবহারে ছবিতে অন্য ঘরানা যোগ করেছিলেন তিনি। মূলত ল্যান্ডস্কেপ এবং ন্যুডস্ এর জন্য বিখ্যাত ছিলেন এই শিল্পী। দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট সহ দেশের বিভিন্ন সংগ্রহশালায় প্রকাশ কর্মকারের কীর্তি সমাদরের সঙ্গে স্থান করে নিয়েছে।