Last Updated: Monday, August 12, 2013, 17:41
পরিবর্তনের ২ বছর পর পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদের বই প্রকাশ। বুদ্ধিজীবীদের কথাতেই, সরকারের ২ বছরের পারফরম্যান্স রিপোর্ট। স্বভাবতই কৌতুহল ছিল কী থাকবে রিপোর্টে? পার্ক স্ট্রিট থেকে কামদুনি। অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। কী মতামত বুদ্ধিজীবীদের? উত্তর মিলল না। যা মিলল তা সরকারের উদ্যোগের প্রশংসা বা সন্তোষ প্রকাশ। স্বভাবতই প্রশ্ন উঠল, এই প্রশংসা বা স্তুতি কি রাজনৈতিক উদ্দেশ্যে?