মধ্যপ্রদেশে সুইস মহিলা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ছয়

মধ্যপ্রদেশে সুইস মহিলা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ছয়

মধ্যপ্রদেশে সুইস মহিলা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ছয়দাতিয়ায় সুইস মহিলা গণধর্ষণের ঘটনার দু`দিন পর রবিবার ছয় অভিযুক্তকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিস।এই ছ`জনের কাছ থেকে সুইস দম্পতির অপহৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গেছে ধৃত ছ`জনই জেরায় নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে। আজ মধ্যপ্রদেশ বিধানসভায় বিরোধী কংগ্রেস এই ঘটনাটি উত্থাপন করবেন বলে সূত্রে খবর।

ধৃত ছয় দুষ্কৃতীর নাম যথাক্রমে বাবা, ভুথা, রামপ্রো, গাজা, বিষ্ণু কানজার ও নিতিন কানজার।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উমা শঙ্কর গুপ্তা সমগ্র ঘটনাটিকে অত্যন্ত দূর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছেন বিদেশী পর্যটকদের আরও একটু বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি  জানিয়েছেন আইন অনুযায়ী বিদেশী পর্যটকদের নিজেদের গতবিধি স্থানীয় পুলিসকে জানাতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা এই নিয়ম মানেন না।












First Published: Monday, March 18, 2013, 13:29


comments powered by Disqus