Last Updated: Monday, March 18, 2013, 10:24
দাতিয়ায় সুইস মহিলা গণধর্ষণের ঘটনার দু`দিন পর রবিবার ছয় অভিযুক্তকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিস।এই ছ`জনের কাছ থেকে সুইস দম্পতির অপহৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গেছে ধৃত ছ`জনই জেরায় নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে। আজ মধ্যপ্রদেশ বিধানসভায় বিরোধী কংগ্রেস এই ঘটনাটি উত্থাপন করবেন বলে সূত্রে খবর।