Last Updated: February 20, 2014 11:45

এবার আম আদমি পার্টির নিশানায় বিজেপির প্রধান মন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদী। মোদী আর দিল্লিতে প্রধানমন্ত্রীর গদির মাঝের পথ আরও বিপদসঙ্কুল কাঁটায় মোড়া করতে বদ্ধ পরিকার অরবিন্দ কেজরিওয়ালের আপ। রীতিমত পরিকল্পনা করেই মোদী বিরোধিতায় কোমর বেঁধে নেমে পড়ল আপ।
টুইটারে মোদীর `নরম জায়গায়` একের পর এক আঘাত হানলেন আপ-এর শীর্ষ স্থানীয় নেতা যোগেন্দ্র যাদব। ২০০৩ সালে গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা হরেন পান্ডের বিতর্কিত হত্যায় মোদীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে একের পর এক টুইট করলেন তিনি।
টুইটারে যোগেন্দ্র যাদব প্রশ্ন করেছেন ``কে বিজেপি নেতা হরেন পান্ডেকে খুন করেছিল? ১১ বছরের অপেক্ষার পর তাঁর পরিবার কি এখনও ন্যায় বিচার পাবে না? গুজরাত পুলিসের তদন্ত রিপোর্টকে উড়িয়ে দিয়েছে গুজরাত হাইকোর্ট। কেন এই নিয়ে এখনও পর্যন্ত ফের তদন্ত শুরু করা হল না?``
এর আগেও কেজি বেসিনে গ্যাসের দাম নির্ধারণ বিতর্ক নিয়ে মোদীকে কোণঠাসা করার চেষ্টা করেছিল আপ। ভারতের ধনকুবের মুকেশ আম্বানি মোদীর ভোট প্রচারে টাকা যোগান বলে সরাসরি অভিযোগ আনেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সুপার রিচ আদানির সঙ্গেও মোদীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয় আপ-এর তরফ থেকে। #WillNamoAnswer এই হ্যাসট্যাগে যোগেন্দ্র যাদব এই নিয়েও একের পর এক প্রশ্ন হেনেছেন মোদীর দিকে। তার প্রশ্নে উঠে এসেছে গুজরাতে কৃষক আত্মহত্যার কথাও।
দিল্লিতে ক্ষমতায় থাকা কালীন আপ সরকার তাদের বিরুদ্ধে বিজেপি ও কংগ্রেসের `ষড়যন্ত্র` ফাঁস করতে চেয়ে ``পোল খোল`` প্রচার শুরু করেছিল।
First Published: Thursday, February 20, 2014, 11:45