Last Updated: Thursday, November 15, 2012, 17:40
শিবসেনা প্রধান বাল ঠাকরের মৃত্যু গুজব ছড়ালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগবিজয় সিং। এদিন দুপুরে কংগ্রেসের এই বিতর্কিত বর্ষীয়াণ নেতা টুইটারে লেখেন, " বালা সাহেবের মৃত্যুর খবরটা শুনে খুব খারাপ লাগছে। যদিও আমি ওনার রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাস করি না, কিন্তু ওনার বুদ্ধি-বিচক্ষণতা ও সাহসকে সম্মান জানাই।" তাঁর ছেলে উদ্ভব, ও থাকরে পরিবারকে সমবেদনাও জানিয়ে ফেলেন দ্বিগবিজয়।