Last Updated: December 28, 2013 10:55
দিল্লির মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। কতটা সুষ্ঠুভাবে রাজ্য পরিচালন করতে পারবে আপস? নতুন সরকারকে ঘিরে রাজধানীর তরুণ প্রজন্মের মধ্যে বড় অংশ যথেষ্টই আশাবাদী। তেমনই পড়ুয়াদের একঅংশ আবার মনে করছেন প্রত্যাশা পূরণ করাটাই একসময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কেজরিওয়ালের।
দিল্লির কুর্সিতে বসছেন কেজরিওয়াল। রাজধানী শহরের বড় অংশের সমর্থন নিয়েই মসনদের দাবিদার হয়েছে আপস। দলের প্রতীক ঝাড়ু। জনপ্রিয়তার ইউএসপিও দুর্নিতীমুক্ত সুন্দর সমাজ উপহারের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়াল রাজ্য চালাতে কতটা সমর্থ হবেন। কী বলছে দিল্লির তরণ প্রজন্ম। দলের প্রতীক ঝাড়ু হওয়ায়, রাজনীতির আঙিনা থেকে দুর্নীতির ধুলো সাফ করতে সমর্থ হবেন কেজরিওয়াল। আশা আমনই। আশা হাসির। আম আদমির স্বপ্ন `সস্তা সবজি`। মূল্য হ্রাস। স্বপ্ন দেখিইয়েছেন সেই কেজরিওয়ালুই। এখন তা বাস্তাব হওয়ায় পালা।
কংগ্রেস শান ব্যবস্থায় তরুণ প্রজন্ম আস্থা হারিয়েছে। নতুন আপ সরকারের কাছে তাই তাদের প্রত্যাশাও অনেকটাই। সেই প্রত্যাশাকে বাস্তবায়িত করাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে পড়ুয়ারাই। দিল্লির পাশাপাশি কলকাতা ও দেশের অন্যান্য শহর গুলিও আশাবাদী আপের মতো তৃতীয় বিকল্পের রাজনীতিতে। আশা দুর্নীতি মুক্ত ভারতের।
First Published: Saturday, December 28, 2013, 10:56