Last Updated: June 9, 2014 21:39

দুবছর আগে বাবা হয়েছেন। এবার দাদু হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সোমবার একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আমিরের ভাগ্নে বলিউড অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা। তাঁদের প্রথম সন্তান।
কয়েকমাস আগে একটি সংবাদ সংস্থাকে ইমরান জানান, একটা অদ্ভুত নেশা পেয়ে বসেছে আমাকে। আমি সারাদিন অনলাইনে বেবি কার সিট থেকে শুরু করে সব বাচ্চাদের জিনিস দেখে যাচ্ছি আর কিনে যাচ্ছি। এইভাবেই দিনগুলো কাটছে। আগে কোনওদিন এভাবে ভাবতামই না। এই অনুভূতি ব্যক্ত করার নয়। নতুন অতিথির আসছে বাড়িতে। তাই করিনা করিনা কপূরের সঙ্গে গোরি তেরে পেয়ার মে-র মুক্তির পর থেকেই ছুটিতে ছিলেন ইমরান। মজা করে এই ছুটিকে হনিমুনের সঙ্গে তুলনা করে নাম দিয়েছেন বেবিমুন।
দশ বছরের দীর্ঘ সম্পর্কের পর ২০১১ সালে বিয়ে করেন ইমরান-অবন্তিকা। সম্প্রতি রিও টু ছবির হিন্দি ভার্সনে ভয়েস দিয়েছেন ইমরান। আগামী মাসে শুরু হচ্ছে কাট্টি বাট্টি-র শুটিং। এই ছবিতে ইমরানের বিপরীতে রয়েছেন ইলিয়ানা ডি` ক্রুজ।
First Published: Monday, June 9, 2014, 21:39