Last Updated: Friday, May 10, 2013, 09:20
শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। অথচ নিজে প্রার্থী হয়েও সম্ভবত ভোট দিতে পারবেন না পাকিস্তান তেহেরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। মঙ্গলবার লাহোরে প্রচার চলাকালীন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় পর আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। চিকিত্সকরা তাঁকে নড়াচড়া করতে নিষেধ করায় আজ দলের শেষ প্রচার সভাতেও থাকতে পারবেন না ইমরান খান। ইসলামাবাদের সৌকত খানুম হাসপাতালে শুয়ে থাকা অবস্থাতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বক্তব্য রাখবেন তিনি। অন্যদিকে, দেশের সাধারণ নির্বাচনের জন্য সেজে উঠেছে পাকিস্তান। দিনরাত কাজ করেও প্রার্থীদের পোস্টার, ফেস্টুনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। প্রচারের কাজে লাগানো হচ্ছে পশুদেরও। এদিকে বাড়তি টাকার জন্য শ্রমিকেরা প্রচারে অংশ নেওয়ায় মাথায় হাত গমচাষীদের।