Last Updated: April 2, 2014 21:08

হৃতিক মুখ ফিরিয়ে নেওয়ায় শুদ্ধির আশা ছেড়ে দিয়েছিলেন করণ জোহর। তবে এবার আমিরের মধ্যে আশার আলো দেখছেন করণ। শোনা যাচ্ছে শুদ্ধিতে অভিনয় করতে পারেন মিস্টার পারফেকশনিস্ট।
পর্দায় ইমমর্টালস অফ মেলুহা উপন্যাসকে তুলে ধরতে করণের পছন্দ ছিল হৃতিক, করিনা। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ডেট দিতে পারছিলেন না হৃতিক। অন্যদিকে, বারে বারে ডেট পিছনোয় করিনাও ছবি থেকে বেরিয়ে যান। শোনা যাচ্ছে আমিরের নাকি মনে ধরেছে চিত্রনাট্য।
এর মধ্যেই ২৫ ডিসেম্বর, ২০১৪ শুদ্ধির মুক্তির দিন ঘোষনা করেছেন করণ। ছবিটি পরিচালনা করবেন করণ মলহোত্রা।
First Published: Wednesday, April 2, 2014, 21:08