Last Updated: April 21, 2014 19:23

সাত বছর আগে এসেছিল সেই দিন। ২০ এপ্রিল, ২০০৭। বলিউডের ফ্যাটেস্ট ওয়েডিং। বলিউড শাহেনশাহর পুত্র ও বিশ্বসুন্দরী তখন বলিউডের এক নম্বর অভিনেত্রীর বিয়ের দিনটা ভোলেননি কেউই। গোটা মুম্বই শহর প্রায় জড়ো হয়েছিল প্রতীক্ষার সামনে। আর সারা দেশ চোখ রেখেছিল টিভির পর্দায় অধীর অপেক্ষায় বিয়ের খুঁটিনাটি জানতে।
দেখতে দেখতে কেটে গেল ৭ বছর। রবিবার সপ্তম বিবাহ বার্ষিকী পালন করলেন অভি-অ্যাশ। একান্ত পারিবারিক পরিসরে ঘনিষ্ঠদের সঙ্গেই পালন করলেন বিবাহ বার্ষিকী। এই সাত বছরে ঘটেছে অনেক কিছু। জন্ম হয়েছে মেয়ে আরাধ্যার। জলসায় শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা থাকছেন অভি-অ্যাশ।
বিয়ে বা মেয়ে আরাধ্যার জন্মদিনের মতোই মিডিয়াকে একেবারেই ব্রাত্য রেখেই আবারও বিবাহ বার্ষিকী পালন করলেন অভি-অ্যাশ। তবে শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাতে ভোলেননি এ দিন তাঁরা। টুইটারে বিগ বি পোস্ট করেছেন, "বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সত্যিই অভিভূত। অনেক ভালাবাসা, ঐশ্বর্য ও অভিষেক।"
First Published: Monday, April 21, 2014, 19:23