Last Updated: January 23, 2012 22:04

জমে উঠছে অস্ট্রেলিয়া ওপেন। অষ্টম দিনে মেলবোর্নে একের পর এক অঘটন। রাশিয়ার অবাছাই একাটেরিনা মাকারোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। মেলবোর্ন পার্কে ৬-২, ৬-৩-এ সেরেনাকে হারান মাকারোভা।পাঁচবারের অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন সেরেনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন মাকারোভা। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসেও অঘটন। সঙ্গাকে হারিয়ে ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন এক জাপানি খেলোয়াড়। জাপানি কেই নিশিকোরি সঙ্গাকে হারান ২-৬, ৬-২, ৬-১, ৩-৬ ও ৬-৩-এ। দীর্ঘ লড়াইয়ে সঙ্গাকে হারিয়ে ইতিহাস গড়া নিশিকোরি এরপরের ম্যাচে অ্যান্ডি মারের বিরুদ্ধে খেলতে নামবেন।
First Published: Monday, January 23, 2012, 22:09