নির্ভয়ার স্মৃতিবিজরিত দিনেই অ্যাসিড হামলার শিকার মহিলা

নির্ভয়ার স্মৃতিবিজরিত দিনেই অ্যাসিড হামলার শিকার মহিলা

নির্ভয়ার স্মৃতিবিজরিত দিনেই অ্যাসিড হামলার শিকার মহিলাদিল্লি গণধর্ষণ কাণ্ডের দিনেই অ্যাসিড অ্যাটাকের শিকার হলেন এক মহিলা। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মহিলাকে অ্যাসিড ছুঁড়ে মারল যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা ওই মহিলা। সেই সময়ই আচমকা তাঁকে অ্যাসিড ছুঁড়ে মারে অভিযুক্ত । মহিলার চিত্‍কার শুনে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবক বরুণ কোড়া পলাতক।

একবছর আগেই রাজধানীতে ঘটেছিল সেই নারকীয় ঘটনা। বদলেছে আইন। কিন্তু তারপরও গোটা এক বছর দেশ সাক্ষী থেকেছে আরও বহু ঘটনার। এ দিনের অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনা আরও একবার দেখিয়ে দিল আইন শুধু লেখাই হয়।



দিবসগুলো পালিত হয়, শপথগুলো নয়... নির্ভয়ার ১৩ দিনের লড়াইয়ে আপনিও শপথ নিন
"RESPECT WOMEN"

First Published: Monday, December 16, 2013, 15:47


comments powered by Disqus