Last Updated: Thursday, July 18, 2013, 15:09
খুচরো বাজারে অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা জারি করল সুপ্রিমকোর্ট। অ্যাসিড বিক্রি করতে গেলে এবার থেকে সরকারের কাছ থেকে নির্দিষ্ট অনুমতিপত্র ও আইডেন্টি কার্ড জোগাড় করতে হবে। শুধু তাই নয় এই নির্দেশিকা অনুযায়ী অ্যাসিড আক্রান্ত কোনও ব্যক্তিকে সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যার মধ্যে এক লক্ষ টাকা দিতে হবে আক্রান্ত হওয়ার ১৫ দিনের মধ্যে। এর সঙ্গেই রাজ্যগুলিকে খুচরো অ্যাসিড ও অনান্য বিষাক্ত বস্তু বিক্রির উপর তিন মাসের মধ্যে নির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।