জন, রানির পর গোপনে বিয়ে আফতাবের, পড়ন্ত বাজারে হঠাত্‍ চমকের নতুন রাস্তা?

জন, রানির পর গোপনে বিয়ে আফতাবের, পড়ন্ত বাজারে হঠাত্‍ চমকের নতুন রাস্তা?

জন, রানির পর গোপনে বিয়ে আফতাবের, পড়ন্ত বাজারে হঠাত্‍ চমকের নতুন রাস্তা? রানি মুখার্জির পর এবার গোপনে বিয়ে সেরে ফেললেন আফতাব শিবদাসানি। ঘনিষ্ঠদের নিয়ে একটা ছোট অনুষ্ঠানে ব্রিটিশ-ভারতীয় এন্টারপ্রেনার প্রেমিকা নিন দুসনজকে বিয়ে করলেন আফতাব।

তবে বিয়ে গোপনে করলেও শোনা যাচ্ছে বছরের শেষে বলিউডি স্টাইলে পার্টি দেবেন তাঁরা। ২০১২ সালেই হয়ে গিয়েছিল এনগেজমেন্ট। তারপর গত ১১ জুন বাঁধা পড়লেন তাঁরা। হংকংয়ে প্রাইভেট কনসালট্যান্ট হিসাবে কাজ করতেন নিন। এনগেজমেন্টের পর থেকে ভারতে থাকছেন তিনি।

আলু চাট, গ্রান্ড মস্তির পর থেকে সেভাবে বড় পর্দায় কাজ নেই আফতাবের। তাঁর কেরিয়ার প্রায় ডুবন্ত। এই অবস্থায় পের প্রচারের আলোয় আসতেই কি গোপনে বিয়ের চমক? এর আগে গোপনে বিয়ে সেরেছেন রানি মুখার্জি, জন অ্যাব্রাহাম। দুজনেরই কেরিয়ার এখন আর সেভাবে কূল পাচ্ছে না। তবে কি বলিউডের কাজ না পাওয়া তারকারা এবার গোপনে বিয়েটাকে হঠাত্‍ শিরোনামে আসার চমক হিসেবে বেছে নিচ্ছেন?



First Published: Thursday, June 12, 2014, 19:01


comments powered by Disqus