Last Updated: Monday, February 18, 2013, 19:48
আফজল গুরুর পরিবারের দাবি দেহ হস্তান্তরের। কিন্তু তাঁদের সেই পরিবারের দাবিকে খুব একটা আমল দিতে রাজি নয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, শীঘ্রই এই প্রসঙ্গে সিদ্ধান্ত নিয়ে জম্মু কাশ্মীর সরকারকে তা জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের মধ্যস্থতায় আফজলের স্ত্রীর বারামুলার ডেপুটি কমিশনরকে পাঠানো চিঠিতে সংসদ ভবন হামলার চক্রীর দেহ হস্তান্তের দাবি জানানো হয়। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, আফজলের দেহ হস্তান্তরের পার্লামেন্টে আলোচনার পর নেওয়া হবে।