সুনন্দা পুস্কর হত্যা রহস্য: ফরেনসিক প্রধানের চাপ প্রয়োগের অভিযোগ ওড়াল এইমস

সুনন্দা পুস্কর হত্যা রহস্য: ফরেনসিক প্রধানের চাপ প্রয়োগের অভিযোগ ওড়াল এইমস

সুনন্দা পুস্কর হত্যা রহস্য: ফরেনসিক প্রধানের চাপ প্রয়োগের অভিযোগ ওড়াল এইমসসুনন্দা পুস্করের ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর জন্য কি সত্যিই চাপ এসেছিল? এইমসের ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তার অভিযোগকে অবশ্য উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এইমস অধিকর্তার কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সুধীর গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে দিল্লি পুলিস।কীভাবে মৃত্যু হয়েছিল সুনন্দা পুস্করের? রহস্যের মেঘটা পুরোপুরি কাটার বদলে আরও ঘন হয়েছিল এইমসের ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তার এক চাঞ্চল্যকর বক্তব্যে।

ইউপিএ সরকারের দুই মন্ত্রী নাকি তাকে রীতিমতো চাপ দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট বদলাতে বলেছিলেন। ফরেনসিক বিভাগের প্রধান অবশ্য এও বলেছেন, চাপের সামনে মাথা নত করেননি তিনি। এই খবর প্রকাশ্যে আসার পরই তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশে। বিজেপি বলতে শুরু করেছে, পরিকল্পনা করে খুন করা হয়েছে সুনন্দা পুস্করকে। আইপিএল দুর্নীতি নিয়ে মুখ খুলবেন বলেছিলেন বলেই কি খুন হতে হল তাঁকে? প্রশ্নটা ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। বিজেপি প্রকাশ্যে অবশ্য গোটা বিষয়টির সঙ্গে রাজনীতিকে নাড়ানোর কথাই বলছে।

কংগ্রেস স্বভাবতই প্রতিক্রিয়ায় সতর্ক।

তবে, সরকার যে হাত গুটিয়ে বসে নেই, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেই তা স্পষ্ট।

আর এই পরিস্থিতিতেই এইমস জানিয়ে দিল ফরেনসিক প্রধানের বক্তব্যের সঙ্গে তারা একমত নয়।

First Published: Thursday, July 3, 2014, 09:12


comments powered by Disqus