Last Updated: Saturday, January 18, 2014, 16:38
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর পরই ফের সামনে চলে এল টুইট-বিতর্ক। কারণ, অনেকেই শশী থারুর, সুনন্দা পুষ্কর এবং পাক সাংবাদিক মেহের তারারের সিরিয়াল টুইটার পোস্টকে সুনন্দার মৃত্যুর সঙ্গে একসূত্রে দেখতে চাইছেন।গত বুধবার শশী থারুরের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন পাক সাংবাদিক মেহের তারার। শশী থারুরের টাইম লাইনে মেহের লেখেন