Last Updated: November 20, 2012 19:43

উত্সবের সরসুম শুরু হওয়ার কিছুদিন আগেই বাবা হয়েছেন অক্ষয়। নিজের নানহি পরীর সঙ্গে দিওয়ালিও উদযাপন করেছেন ধুমধাম করে। উপহারও পেয়েছেন প্রচুর। তবে তার মধ্যেই খিলাড়ির মন জিতে নিল বাংলা। এরাজ্যের কোনও এক ভক্তের কাছে থেকে তাঁর ও তাঁর বাবা-মায়ের একটি স্কেচ উপহার পেয়েছেন অক্ষয়।
"এই দিওয়ালিতে আমার প্রিয় `অক্ষর কুমার ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবে`র তরফ থেকে আমার ও আমার মা-বাবার একটা স্কেচ উপহার পেয়েছি। আমি দিওয়ালিতে অনেক দামি উপহার পেয়েছি। কিন্তু এটাই আমার কাছে সবথেকে মূল্যবান। আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই"। ফেসবুকে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অক্ষয়।
অক্ষয়ের জন্ম পঞ্জাবের অমৃতসরে। মা অরুনা, বাবা হরি ওম ভাটিয়া। দিল্লির চাঁদনি চকে ছোটবেলা কেটেছে অক্ষয়ের।
First Published: Tuesday, November 20, 2012, 19:43