Last Updated: Tuesday, July 8, 2014, 20:57
রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডি এ কবে পাবেন, তা ফের এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার বিধানসভায় চলতি আর্থিক বছরের ব্যয়মঞ্জুরির হিসাব পেশ করেন তিনি। কিন্তু কর্মীদের বকেয়া ডি এ দেওয়ার কোনও কথাই নেই ওই হিসাবে।