Last Updated: May 31, 2013 11:33

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট
চলতি মাসের ২৫ তারিখ ছত্তিসগড়ে মাওবাদী হামলার প্রাথমিক ফরেনসিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বস্তারে ওই দিন কংগ্রেস কনভয়ের উপর হামলায় মাওবাদীরা ২৭ থেকে ৩০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করেছিল।
ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যে দলটি এই ফরেনসিক রিপোর্ট তৈরি করেছে, সেই দল্টি জানিয়েছে বিস্ফোরক হিসাবে মাওবাদীরা অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করেছিল।
এই ফরেনসিক রিপোর্ট এনআইএ নিজেদের তদন্তে ব্যবহার করবে।
ঘটনার দিন মাওবাদী হামলায় ২৪ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। ওই হামলাতেই প্রাণ হারান ছত্তিসগড়ে সালওয়া জুড়ুমের রূপকার মহেন্দ্র কর্মা। হামলায় আহত বর্ষীয়ান কংগ্রেস নেতা ভিসি শুক্লা বর্তমানে গুরগাঁওয়ের হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন।
সূত্রে খবর, ঘটনার দিন হামলার কিছু আগে জনা পঞ্চাশেক মাওবাদী ওই অঞ্চলে ঘোরাঘুরি করছিল।
First Published: Friday, May 31, 2013, 11:33