Last Updated: Monday, June 9, 2014, 22:07
জীবনের সেরা র্যাঙ্কিং ছুঁলেন সানিয়া মির্জা। ফরাসি ওপেনের পর সোমবার প্রকাশিত ডাবলস তালিকায় সানিয়ার স্থান ষষ্ঠ। এটাই তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ র্যাঙ্কিং। কারা ব্ল্যাককে সঙ্গী করে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌছে সানিয়া জরো করেছেন ৪৩০ র্যাঙ্কিং পয়েন্ট। যার ফলে আট ধাপ উঠে তিনি এখন বিশ্বের ৬ নম্বর ডাবলস খেলোয়াড়।