Last Updated: March 20, 2014 21:52

বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব হাতছাড়া হওয়ার পর চারদিক থেকে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাঁকে। সবাই ভেবেছিলেন বিশ্বনাথন আনন্দের কেরিয়ার শেষ। কিন্তু ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় ব্যাডপ্যাচ কাটিয়ে চেনা ছন্দে ভারতের এই গ্র্যান্ডমাস্টার। এখন পর্যন্ত প্রতিযোগিতায় ছটি ম্যাচ থেকে আনন্দের পয়েন্ট চার।
লিগ তালিকায় উপরের দিকে থাকা আনন্দকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন তাঁর সমর্থকরা। প্রতিযোগিতার প্রথম ধাপের ম্যাচ শেষ। দুদিনের বিশ্রামের পর পিটার ভিডলারের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে নামার আগে বেশ সতর্ক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। ভিডলারের পর অ্যারোনিয়নের মুখোমুখি হবেন ভারতের গ্র্যান্ডমাস্টার। এই দুটি হার্ডেল টপকালে আনন্দের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলে বিশ্বচ্যাম্পিয়নে ম্যাগনাস কার্লসনকে চ্যালেঞ্জ করতে পারবেন আনন্দ। সেক্ষেত্রে আবারও বিশ্বচ্যাম্পিয়নের হারানো খেতাব ফিরে পেতে পারেন এই চ্যাম্পিয়ন দাবাড়ু।
First Published: Thursday, March 20, 2014, 21:52