Last Updated: Tuesday, July 23, 2013, 09:04
ব্রিটিশ রাজপরিবারে এল নতুন অতিথি। কাল স্থানীয় সময় বিকেল ৪টে ২৪ নাগাদ ডাচেস অফ কেমব্রিজ জন্ম দেন এক পুত্র সন্তানের। কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম লন্ডনের প্যাডিংটনে সেন্ট মেরি হাসপাতালে জন্ম হয় ভাবী রাজপুত্রের। ডিউক অফ কেমব্রিজ স্বাভাবিক ভাবেই এই খবরে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।