Last Updated: August 12, 2013 08:59

গত ২৪ ঘণ্টায় দু`বার। গুলি চলল সীমান্তে। পাক সেনার গুলিতে ৫জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় পাকিস্তানের তরফে শান্তিচুক্তি ভঙ্গের সংখ্যা ক্রমশ বাড়ছে।
শেষ খবরটা মিলেছে, পুঞ্চের দুর্গা সেক্টর থেকে। পাক সেনার নিশানায় আসে ভারতের একাধিক পোস্ট। গতকাল রাতে শুরু হওয়া গুলির লড়াই এখনও চলছে। আজ সকালেও মহেন্দ্র জেলার কয়েকটি আর্মি পোস্ট লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। কানাচক সেক্টরে পাক সেনার গুলিতে জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান। বিএসএফের এক শীর্ষ আধিকারিক জানিয়ছেন, ``আজ সকালে আর্ন্তজাতিক সীমানা লাগোয়া এলাকায় পাক সেনা গুলি চালিয়েছে।" গতকাল প্রায় ৭ ঘণ্টা দুপক্ষের মধ্যে গুলিবিনিময় চলে।
First Published: Monday, August 12, 2013, 08:59