Last Updated: Saturday, October 1, 2011, 22:45
শুক্রবার বিমান হামলায় আল কায়দার ইয়েমেন শাখার নেতা আনওয়ার আল-অওলাকির মৃত্যুর খবর জানানো ছাড়া, বিশেষ কোনো তথ্য জানায়নি ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রক। পরে ওয়াশিংটনে ইয়েমেন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব সীমান্ত সংলগ্ন জাওয়াফ প্রদেশের খাসেফ শহর থেকে সামান্য দূরে বিমান হামলায় নিহত হন অওলাকি।