Last Updated: February 8, 2013 08:59

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবার জেল হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল আরাবুল ইসলামকে। বৃহস্পতিবার রাতে তাঁকে অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের উচ্চ রক্তচাপের মাত্রাও কিছুটা বেড়েছে। তাই ঠিক কতদিন আরাবুল ইসলামকে এসএসকেএম হাসপাতালে রাখা হবে, সেটা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে আদালতে তাঁর জামিনের আবেদন বারবার নাকচ হওয়ায় গত কয়েকদিন ধরে জেল হাসপাতালের খাবার বয়কট করছিলেন আরাবুল ইসলাম। তার জেরে আরও অসুস্থতা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আরাবুলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এসিজেএম। ওইদিন ভাঙড়কাণ্ডের কেস ডায়েরি ও আরাবুলের পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্টও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
First Published: Friday, February 8, 2013, 08:59