Last Updated: Friday, February 8, 2013, 08:59
বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবার জেল হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল আরাবুল ইসলামকে। বৃহস্পতিবার রাতে তাঁকে অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের উচ্চ রক্তচাপের মাত্রাও কিছুটা বেড়েছে। তাই ঠিক কতদিন আরাবুল ইসলামকে এসএসকেএম হাসপাতালে রাখা হবে, সেটা এখনও স্পষ্ট নয়।